বিজয় বার্তা ২৪ ডট কম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের ৫২ তম জন্মদিন পালন উপলক্ষে তোলারাম কলেজে সেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সার্বিক সহযোগিতায় ও রেড ক্রিসেন্টের আয়োজনে বুধবার সকাল ১০টায় তোলারাম কলেজ প্রাঙ্গণে এই স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় রেড ক্রিসেন্ট দল সরকারি তোলারাম কলেজের উপদেষ্টা ও সহকারী অধ্যাপক মৃদুল কান্তি কুন্ডু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ মধুমিতা চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সরকারি তোলারাম কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল খালেক মোল্লা, শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ মোদক, রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও মহানগর ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান রিয়াদ, ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির (উপ তথ্য ও গবেষণা) বিষয়ক সম্পাদক তামিম ইসলাম জয়, মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাসনাতুর রহমান বিন্দু, তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন জিতু, শফিকুল ইসলাম অয়ন, ফাহিম, পিয়াস, মেহেদী প্রমূখ।
এসময় মধুমিতা চক্রবর্তী বলেন, ১৯৭৫ সালে ১৫ আগষ্ট ঘাতকেরা ধামমন্ডির ৩২ নং বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহ পরিবারে হত্যা করে। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল যার জীবন মাত্র শুরু তাকেও ঘাতকেরা হত্যা করে। এভাবে যেন আর কোন রাসেলকে ঘাতকেরা হত্যা না করতে পারে। এক বেগ রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। এটি একটি মানবতা মূলক কাজ। শেখ রাসেল এর ৫২ তম জন্ম বার্ষিকীতে তোলারাম কলেজের সকল শিক্ষাথীরা স্বেচ্ছায় রক্ত দান করছেন। সকল ছাত্র ছাত্রীরা শেখ রাসেলকে ভালবাসে এই রক্ত দান করছেন।
এ সময়ে হাবিবুর রহমান রিয়াদ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহ পরিবারে হত্যা করে ঘাতকেরা। তখন দশ বছরের একজন ছোট্ট শিশু শেখ রাসেলকেও ঘাতকেরা হত্যা করে। আমরা এই হত্যাকারীদের বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবী জানচ্ছি। তা হলে শেখ রাসেলের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। সরকারি তোলারাম কলেজের ছাত্র ছাত্রীরা শেখ রাসেল জম্ম বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্ত প্রদান করছেন। এই রক্তের বিনিময়ে একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে সাহায্য করবে।