এম.এস.ইসলাম আরজু,বিজয় বার্তা ২৪ ডট কম
বর্তমান জগতে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ ও আধুনিকতার অগ্রযাত্রায় পিছিয়ে নয়। বিভিন্ন ধরনের ফ্যাশন হাউজ, পন্য সামগ্রীর বিজ্ঞাপন দেশ সহ বিশ্বের অন্যান্য চ্যানেল গুলোতে বিজ্ঞাপনে সকল বয়সীর ছেলে মেয়েরা কাজ করে যাচ্ছে। এই আধুনিকতার বিজ্ঞাপন প্রচারকে কেন্দ্র করে উদিয়মান মডেল তারকা রনক পুষ্পা ও দুর্জয় হাসান মিলে স্টাইল এন্ড স্যুট ইভেন্ট নামে একটি মডেল হাউজ গড়ে তুলেছেন ঢাকার নিকুঞ্জুতে।
ইভেন্ট ম্যানেজম্যান্ট এর পরিচালক মডেল রনক পুষ্পা ও দুর্জয় হাসানের কাছে তাদের মডেল হাউজের কর্মকান্ড সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, আসলে আমরা বর্তমান উদিয়মান তরুন, তরুনীদের মডেল এর আগ্রহের কথা চিন্তা করে বই ইভেন্ট এর কর্ম পরিকল্পনা চালু করেছি। এই ইভেন্ট এর মধ্য দিয়ে আমরা মডেলদের কর্ম প্রশিক্ষনের মধ্য দিয়ে বিভিন্ন হাউজে কাজের সুযোগ সৃষ্টি করে দেব এর পাশাপাশি আমরা ইনডোর ও আউটডোরে মডেলদের ফটোস্যুট করাবো। আর যেকোনো পারিবারিক অনুষ্ঠানের যথা : বিয়ে, জন্মদিনসহ অন্যান্য যেকোন পারিবারিক ও প্রতিষ্ঠানের অনুষ্ঠানগুলো আমরা নিজ দায়িত্বে যথাযথভাবে বাস্তবায়নের সম্পূর্ণ সহযোগীতা করে থাকব। আমাদের এই সুস্থ্য ধারার চিন্তাকে যেন এগিয়ে নিতে পারি সে জন্য সকলে দোয়া এবং সহযোগীতা করবেন।