বিজয় বার্তা ২৪ ডট কম
কিছুদিন শান্ত থাকার পর আবারও নারায়ণগঞ্জ শহরে ছিনতাই চুরি বৃদ্ধি পাচ্ছে থেমে নেই মাদকসেবক কারীদের কর্মকান্ড।
শহরের মাসদাইর গুদারাঘাট এলাকায় দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাদক দিপুর ভাড়া বাসায় দূর্দাশ্য চুরি হয়েছে। সুত্রে জানা যায় মাদাইর গুদারাঘাট এলাকায় আবুল মিয়ার বাড়ীর তিন তলায় অবস্থিত সাংবাদিক দিপুর বাসায় চুরি হয় সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে আনুমানিক সাড়ে ১২টার মধ্যে। দিপু প্রতিদিনের ন্যায় সকাল সাড়ে ৯ টায় অফিসে আসে পরবর্তিতে তার স্ত্রী সন্তান ভোলাইল বাবার বাড়ীতে একটি অনুষ্ঠানের জন্য বেড়াতে যায়। এ সময় চোরেরা পূর্ব পরিকল্পিতভাবে খালি বাসা পেয়ে দরজার লক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ষ্টিলের আলমারী ভেঙ্গে ১৫ ভোরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪৫ হাজার টাকা সহ কিছু দামি কাপড় নিয়ে যায়। ঠিক একই সময় উক্ত বিল্ডিং এর নিচ তলার ভাড়াটিয়া স্কুল শিক্ষক মোঃ আমিনের বাসার লোকজন না থাকায় চোরেরা ষ্টিলের আলমারী ভেঙ্গে ২৩ ভোরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আমিন জানান বিয়ে করার জন্য এই স্বর্ণালংঙ্কার গুলো ঘরে রাখা হয়েছিল। ঘটনার পর দুপুর ২টায় ফতুল্লা থানার ওসি কামাল উদ্দিন ও ওসি তদন্ত শাহজালালকে অবহিত করা হয়। পরবর্তিতে থানার এস আই আরিফ তার ফোর্স সহ ঘটনা স্থলে এসে চুরির আলামত সংগ্রহ করে। বিবরণে আরো জানা যায় বাড়ীর মালিক আবুল মিয়ার দরজার লকগুলো খুবই দুর্বল থাকায় চোরেরা অতি সহজে তালা বদ্ধ থাকা অবস্থায় কৌশলে দরজা খুলে চুরি করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে ফতুল্লা থানায় একটি অজ্ঞাত মামলা দায়ের করা হয় যাহার মামলা নং ৪৯ তারিখ ১৭-১০-১৬। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ীর মালিককে থানায় ডাকা হলে তাকে জিজ্ঞাবাদের পর ছেরে দেওয়া হয়। মামলা আয়ু এস আই আরিফ সাংবাদিকদের জানান কিছু ক্লু পাওয়া গেছে, চোর সে যেই হোক না কেন অতি দ্রুত তাদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। এ দিকে এলাকাবাসী বলছেন অত্র এলাকায় মাদকের ভয়াল ছোবলে মাদক সেবনকারীরা এই চুরির সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে। কয়েকদিন আগে গুদারাঘাট এলাকায় এই ধরনের চুরির ঘটনা ঘটেছে বলে জানাগেছে। বাড়ীর মালিকদের দূর্বল সিকিউরিটি আর কম দামের যন্ত্রাদি ব্যবহার করায় চোরদের চুরি করা সহজ হয়ে পরেছে অথচ প্রতি মাসে বাড়ির মালিকগন মোটা অংকের ভাড়া উত্তোলন করে নিশ্চিন্তায় দিন যাপন করছে। এলাকার বখাটে আর মাদক সেবনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা না হলে দিনে দিনে চুরি বৃদ্ধি পাবে বলে মত প্রকাশ করেন এলাকাবাসী। অত্র এলাকায় প্রতিদিন সন্ধা হলেই মাদক সেবনকারীগন বিভিন্ন বিল্ডিং এর নিচে আড্ডা দেয় এতে উঠতি বয়সের মেয়েরা ঘড় থেকে বেড় হতে পারে না। বাড়ীর মালিকগন প্রতিবাদ করতে চাইলে তাদেরকে বিভিন্ন হয়রানী শিকার হতে হয়। মাসদাইর গুদারা ঘাটের মাদকের অভয়ারন্যে পুরো যুব সমাজ আজ ধ্বংসের পথে, আর মাদক সেবন করার জন্য চুরি ছিনতাই বেড়ে যাচ্ছে। ইতি পূর্বে নারায়নগঞ্জের পত্রিকাগলো মাদকের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করায় কিছু দিনের জন্য হলেও তাদের ব্যবসা বন্ধ রাখে কিন্তু মাদক ব্যবসায়ীরা হঠাৎ সচ্চার হওয়ায় সেবনকারীরা টাকার জন্য মধ্যবিত্ত পরিবারের ঘড়ে লুটপাট করে সর্বস্য হাতিয়ে নিচ্ছে এতে একটি পরিবারের তিলে তিলে জমানো দীর্ঘদিনের গচ্ছিত সম্পদ হারাতে বসেছে। বিষয়টি জেলার পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন ও সঠিক তদন্তের মাধ্যমে চোরদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি জানিয়েছেন এই ভুক্ত ভোগীগন।