বিজয় বার্তা ২৪ ডট কম
কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ, অগ্নি নির্বাপন, প্রাথমিক চিকিৎসা, উদ্ধার ও লোক অপসারন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা ১৮/১০/২০১০৬ইং তারিখ সকাল ১০টায় মন্ডলপাড়া ফায়ার সার্ভিস এর হল রুমে অনুষ্ঠিত হয়। ৩দিন ব্যাপী কর্মশালা উদ্বোধন করেন নাসিক ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ্বাস। সিপ ও সেভ দ্যা চিলড্রেন এর অর্থায়নে প্রয়াস প্রকল্পের উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তত্বাধানে কর্মশালায় উপস্থিত ছিলেন-কোর্স কো-অর্ডিনেটর এ.কে.এম. শামসুজ্জোহা, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক দীনমণি শর্মা, জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম মজুমদার, সিপ এর প্রকল্প সমন্বয়কারী কাজী এনামুল কবির, ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জ সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেনসহ অন্যান্য প্রশিক্ষকবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, গত ৫,৬,৭ সেপ্টেম্বর ২০১৬ তিন দিনব্যাপী প্রথম পর্যায়ে ৫০জন আরবান ভলান্টিয়ার এর প্রশিক্ষন কোর্সের উদ্ভোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী। নতুন করে আজ ২য় পর্যায়ে ৫০জনের একটি টিম প্রশিক্ষন নিতে শুরু করেছে। এই ১০০জন আরবান ভলান্টিয়ার যথাযথ প্রশিক্ষন গ্রহণ করলে তাদের প্রশিক্ষনলব্দ জ্ঞান ও কারিগরী দক্ষতা কাজে লাগিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অগ্রণী ভূমিকা রাখতে পারবে। ১৫নং ওয়ার্ড অবস্থানগত দিক থেকে একটি ঝুঁকিপূর্ণ এলাকা। এখানে হোসিয়ারী, গার্মেন্টস এবং জনসংখ্যার ঘনবসতীর কারনে অগ্নিকান্ডসহ যে কোন দুর্যোগে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। আজকের প্রশিক্ষনার্থীরা নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অতীতেও ভূমিকা পালন করেছে বর্তমানে এই প্রশিক্ষন গ্রহণের মধ্য দিয়ে তারা আগামী দিনে দুর্যোগ মোকাবেলা ও সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইতিপূর্বে অনুষ্ঠিত মাননীয় মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী আরবান ভলানটিয়ারদের ১ম ব্যাচের প্রশিক্ষনে নারীদেরকে এই কার্যক্রমে এগিয়ে আশার আহ্বান জানিয়েছিলেন। ছেলেদের পাশাপাশি মেয়েরাও এই কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকাল পালন করতে পারবে বলে আমার বিশ্বাস।