প্রেস রিলিজ,বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর অভিযানে এক কেজি গাজাসহ আটক মাদকব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।
বৃহষ্পতিবার বেলা ১২ টায় মন্ডলপাড়া র্যালী বাগান এলাকায় অভিযানে এই কারাদন্ড প্রদান করেন।
আটককৃত আসামী মো. খোকন (৩৮) নারায়ণগঞ্জ জেলার মন্ডলপাড়া র্যালী বাগান এলাকার মৃত মো. ইসমাঈল শরীফের ছেলে।
র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বৃহষ্পতিবার বেলা ১২ টায় মন্ডলপাড়া র্যালী বাগান এলাকায় র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল ভ্রাম্যমান আদালতকে সাথে নিয়ে এএসপি মো. ইকবাল হোসেন এবং নারায়ণগঞ্জ সদর থানার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আফরোজা আকতারর চৌধুরীদ্বয়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে এক কেজি গাজাসহ আটক মাদকব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। উল্লেখিত আসামী নিজ হেফাজতে গাঁজা সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে বহন করার অপরাধে ভ্রাম্যমান আদালত আসমীকে এই সাজা প্রদান করেন। যা মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ভ্রাম্যমান আদালতের মামলা নং- ৪৭০/১৬ তারিখ ১৩/১০/২০১৬।