বিজয় বার্তা ২৪ ডট কম
শোকাবহ পবিত্র আশুরা পালিত হয়েছে বুধবার। বাংলাদেশে অন্যান্য জেলার মতো নারায়ণগঞ্জের মুসলমানগণও যথাযথ ধর্মীয় মর্যাদায় পবিত্র আশুরা পালন করেছেন। এ উপলক্ষে রোজা পালন ও শহরের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল ও সভা-সমাবেশের মাধ্যমে শোকানুষ্ঠান পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
‘ইয়া হোসেন, ইয়া হোসেন’ এই ধ্বনিতে বিকাল তিনটায় দিকে এলাকা থেকে বিভিন্ন রংয়ের পতাকা নিয়ে মিছিল বের করে শিয়া সম্প্রদায়। ঘোড়ার গাড়ি আর শিশু আসগরের প্রতীকী দোলনার মাধ্যমে স্মরণ করা হয় ফোরাত নদীর তীরের মহররমের শোকাবহ ঘটনা। তাজিয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করেন ।
এছাড়া আশুরা উপলক্ষে শহরের বিভিন্ন বিভিন্ন মসজিদ-মাদ্রাসা, দরবার-খানকা আলোচনা সভা, মর্সিয়া, মিলাদ মাহফিলের আয়োজন করে।
উল্লেখ্য, হিজরি ৬১ সালের ১০ মহররম কারবালা প্রান্তরে সংঘটিত হয়েছিল বিশ্ব ইতিহাসের বিয়োগান্তক ঘটনা। এ দিন ফোরাত নদীর তীরবর্তী কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.)।
এছাড়া এ দিনেই পৃথিবীতে হজরত আদম (আ.) আগমন করেন। নবী হজরত ইব্রাহিমের (আ.) শত্রু ফেরাউনকে নীল নদে ডুবিয়ে দেয়া হয়। হজরত নূহ (আ.)-এর নৌকা ঝড়ের কবল থেকে রক্ষা পান। হজরত দাউদ (আ.)-এর তাওবা কবুল হয়। হজরত ইব্রাহিম (আ.) রক্ষা পেয়েছিলেন নমরুদের অগ্নিকুন্ড থেকে। হজরত আইয়ুব (আ.) দূরারোগ্য ব্যাধি থেকে মুক্ত ও সুস্থতা লাভ করেন। হজরত ঈসাকে (আ.) ঊর্ধ্বাকাশে আল্লাহর নির্দেশে এ দিনেই উঠিয়ে নেয়া হয়। এসব ঘটনায় ইসলামে আশুরার দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।