বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
সুলতান সিনেমাটি দর্শকের কাছে গ্রহণযোগ্য করতে চেষ্টার ত্রুটি করছেন না নির্মাতা এবং কলাকুশলীরা। সিনেমায় নিজেকে কুস্তিগীর হিসেবে দেখানোর জন্য বেশ কসরত করছেন সালমান। আনুশকা শর্মাকেও করতে হচ্ছে বেশ পরিশ্রম। এমনকি হরিয়ানভী ভাষা আয়ত্ত করতে হচ্ছে তাকে। আর চড় মারার বিষয়টিও সিনেমাটিকে দর্শকের কাছে গ্রহণযোগ্য করার একটি অংশ।
২০১৬ সালের বহুল প্রতিক্ষীত বলিউড সিনেমা সুলতান। বর্তমানে সিনেমাটির শুটিং করছেন সালমান খান এবং আনুশকা শর্মা। আর শুটিং সেটে সালমানকে চড় মেরেছেন আনুশকা শর্মা।
সিনেমায় সালমান এবং আনুশকা দুজনেই কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করেছন। চিত্রনাট্যে একটি দৃশ্যে সালমানকে চড় মারবে আনুশকা এমন একটি সিক্যুয়েন্স আছে। সেই দৃশ্যটি বাস্তবসম্মত করতেই আনুশকাকে সত্যি সত্যিই চড় মারার অনুমতি দেন সালমান।
সুলতান সিনেমাটি প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস এবং পরিচালনা করছেন আলি আব্বাস জাফর। সালমান এবং আনুশকা ছাড়াও সুলতান সিনেমায় অভিনয় করছেন, রণদীপ হুদা, অমিত সাধসহ অনেকে।