বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে শাহ আলম (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (০৯ অক্টোবর) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার নান্নু মিল্কীর ছেলে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, গত শনিবার রাতে ৮ বছরের এক শিশুকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায় শাহ আলম। ওই শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে রোববার তাকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।