বিজয় বার্তা ২৪ ডট কম
দীর্ঘ ১৪ বছর পর নানা ঝল্পনা কল্পনার অবসান শেষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি, সহ সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ ঘোষনা করা হয়েছে। কিন্তু পূর্নাঙ্গ কমিটি এখনো ঘোষনা করা হয়নি।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কমিটিতে সভাপতি পদে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আব্দুল হাই, সহ সভাপতির পদে সিটি করপোরেশনের মেয়র ও উপমন্ত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী ও সাধারণ সম্পাদক পদ পান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদলকে ঘোষনা করা হয়েছে।
রবিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বিষয়টি নিশ্চিত করেন।তবে আনুষ্ঠানিকভাবে বিষয়টি গনমাধ্যমকে জানানো হবে জানান তিনি।
উল্লেখ্য, ২০০২ সালের ২৭ শে সেপ্টেম্বর সাবেক এমপি এস এম আকরামকে আহ্বায়ক করে ৬৩ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা আওয়মীলীগের একটি কমিটি গঠন করা হয়েছিল। বিগত সময়ে দলীয় কোন্দলের কারনে এই কমিটি গঠন করা হয়নি। ৯ সেপ্টেম্বর রবিবার দুপুরে দীর্ঘ ১৪ বছর নারাণগঞ্জ জেলা আওয়ামীলীগের কমিটি গঠন করা হলো।