নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
আলোচিত সাত হত্যান্ডের দু’টি মামলায় ৩৫ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন এবং পরবর্তী ২৫ ফেব্রুয়ারি শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।
সোমবার জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন আগামী ২৫ ফেব্রুয়ারি শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন। সকাল সাড়ে ১০টায় শুনানি শুরু হয়। আদালতে ২৩ আসামি উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে তিনটি চাঁদাবাজির মামলায় নূর হোসেনকে হাজির করা হয়। এসময় নূর হোসেনের আইনজীবীরা পৃথক তিনটি চাঁদাবাজি মামলায় আসামির জামিন চাইলে আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে দুইটি মামলা বিচারের জন্য জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে সাত খুন মামলায় নূর হোসেনসহ পাঁচজনের পক্ষে জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী আশরাফ উজ্জামান।
মামলার বাদী নিহত নজরুলের স্ত্রী সেলিনা হোসেন বিউটি বলেছেন, আসামিদের পক্ষ থেকে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আদৌ ন্যায়বিচার পাবো কিনা সে বিষয়ে আমরা শঙ্কিত। সাক্ষীরা যেন নিরাপদে আদালতে এসে সাক্ষ্য দিতে পারেন তার জন্য জেলা প্রশাসনের কাছে অনুরোধ তারা যেন আমাদের নিরাপত্তায় সহযোগিতা করেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ লিংক রোডে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণের পর হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ফতুল্লা থানায় একটি এবং আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল আরেকটি মামলা দায়ের করেন। দুটি মামলার তদন্ত শেষে প্রায় ১ বছর পর গত ৮ এপ্রিল নূর হোসেন, র্যাবের সাবেক ৩ কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া পুলিশ।
অভিযোগপত্র থেকে ৫ আসামিকে বাদ দেয়ায় এবং প্রধান আসামি নূর হোসেনের জবানবন্দী ছাড়া অভিযোগপত্র আদালত আমলে নেয়ায় নারাজি আবেদন করেন সেলিনা ইসলাম বিউটি। আবেদনটি বিচারক হাকিম আদালত ও জজ আদালতে খারিজ হয়ে গেলে বিউটি উচ্চ আদালতে যান।
এ মামলায় নূর হোসেন ও র্যাবের সাবেক ৩ কর্মকর্তাসহ মোট ২৩ জন আসামী কারাগারে গ্রেফতার রয়েছেন। পলাতক রয়েছেন আরো ১২ জন।