বিজয় বার্তা ২৪ ডট কম
সাংসদ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের উদ্যোগে ছাত্রলীগ নেতা রিয়াদের স্মরণে দোয়া মাহফিল ও তার নিজস্ব অর্থায়নে এতিমদের মাঝে এক লাখ টাকা প্রদান করা হয়েছে।
বুধবার বাদ আছর উত্তর চাষাঢ়া মসজিদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল ও এতিমদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় বন্দর হাজিপুর সুন্নি মাদ্রাসা ও এতিমখানা, গলাচিপা সুন্নি মাদ্রাসা ও এতিমখানা এবং উত্তর চাষাঢ়া জামে মসজিদ সুন্নি মাদ্রাসা ও এতিমখানা এই ৩টি মাদ্রাসার এতিমদের মাঝে এক লাখ টাকা প্রদান করেন।
মিলাদ ও দোয়া মাহফিলে দূর্ঘটনায় নিহত রুপগঞ্জ থানা ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন রিয়াদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয় এবং অয়ন ওসমান ও তার পরিবারের জন্যও বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর ছ্ত্রালীগের আহ্বায়ক হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাফেল প্রধান, তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর ছাত্রলীগের অন্যতম নেতা আহমেদ কাউছার সহ আরো অনেকে।