বিজয় বার্তা ২৪ ডট কম
আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসুচি উদযাপন উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার আলীগঞ্জ বিদ্যালয়ে এই কর্মসূচি উদযাপন করা হয়েছে।
এসময় আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীখিল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীগঞ্জ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শ্রমিক নেতা আলহাজ্ব কাউছার আহমেদ পলাশ। আরো উপস্থিত ছিলেন, আলীগঞ্জ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান, সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, আলমগীর হোসেন, আঞ্জুমান আরা বেগম, শামীমা আক্তার, শুব্রত বর্মণ, নজরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীবৃন্দ।