বিজয় বার্তা ২৪ ডট কম
মঙ্গলবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সরকারি বরাদ্দকৃত ৩৪ মেট্রিক টন চাল সদর উপজেলার অন্তর্গত ৬৮ পূজা মন্ডপে ৫০০ শত কেজি করে বিতরণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজহার মন্ডল এর উপস্থিততে পূজা মন্ডপের কমিটির মাঝে সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ করা হয় ।
এ সময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, খাঁনপুর পূজা মন্ডপের সভাপতি নিমাই দে, নিতাইগঞ্জ পূজা মন্ডপের সাংগঠনিক সম্পাদক হিমান্দ্রী সাহা হিমু, সাধু নাগ মহাশয়ের পূজা মন্ডপের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকার, সিদ্ধিরগঞ্জ পূজা উদযাপন পরিষদের আহবায়ক শিশির ঘোষ অমর, নিপীন্দ্র চন্দ্র ঘোষ প্রমুখ।
এ সময়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজহার মন্ডল বলেন, শারদীয় দূর্গা পূজা উদযাপন করতে সরকারিভাবে নারায়ণগঞ্জে প্রতিটি পূজা মন্ডপের জন্য সরকারি চালের বরাদ্দ করা হয়েছে । নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর আদেশক্রমে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬৮ টি পূজা মন্ডপে সরকারি ভাবে ৫০০ শত কেজি করে ৩৪ মেট্রিক টন চাল প্রতিটি পূজা মন্ডপের কমিটির মাঝে বিতরণ করা হয়েছে।