বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ও সফল সংগঠন মানব কল্যাণ পরিষদকে পহেলা অক্টোবর শনিবার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে অনুদানের চেক প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া।
আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে মানব কল্যাণ পরিষদ যথেষ্ট কাজ করছে। গতকাল শনিবার দুপুর বারোটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সেচ্ছাসেবি সংগঠনের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান ও শ্রেষ্ঠ সংগঠক এম এ মান্নান ভূঁইয়া ও প্রচার ও দফতর সচিব জি এম মোস্তফার হাতে অনুদানের চেকটি তুলে দেওয়া হয়। সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাব্বি মিয়া। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ গাউছুল আজম সহ প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি মোঃ সামসুজ্জামান ভাষানি বক্তব্য রাখেন। উপজেলা সমাজসেবা অফিসার শিলা সাহা, শহর সমাজসেবা অফিসার মোঃ রিয়াজউদ্দিন সহ বিভিন্ন সেচ্ছাসেবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাঠানটুলি গোরস্থান রোডে অবস্থিত ২০০১ সালে প্রতিষ্ঠিত মানব কল্যাণ পরিষদ নারায়ণগঞ্জ জেলায় সমাজ সেবার পাশাপাশি মাদক দ্রব্য ও যৌন হয়রানি প্রতিরোধে যথেষ্ঠ কাজ করছে। যার ফলে সংগঠনটি শ্রেষ্ঠত্ব অর্জন এবং সংগঠনের কর্মকর্তারা শ্রেষ্ঠ সংগঠকের মর্যাদা লাভ করছে। কিন্তু একটি ষড়যন্ত্রকারী চক্র দীর্ঘদিন যাবৎ সংগঠনের ভাবমূর্তি ক্ষতি করার লক্ষ্যে কাজ করছে। এ ব্যপারে সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে মানব কল্যান পরিষদ নেতৃবৃন্দ।