বিজয় বার্তা ২৪ ডট কম
মাদকের ভয়াল আগ্রাসন থেকে সমাজকে মুক্ত করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুুজিব বহুমূখী সংগঠনের উদ্যোগে, মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এনায়েত নগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান উলে¬খিত কথা বলেন। তিনি আরো বলেন, শুধু মাদক নয় সন্ত্রাস,চাঁদাবাজ ও ইভটিজিং সহ প্রতিটি অপরাধ মূলক কর্মকান্ড রোধে জনগনকে সাথে নিয়ে কাজ করছি। এনায়েতনগর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধে কমিটি গঠন করা হবে। সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে নিয়ে ঐ কমিটি গঠন করা হবে। এই কমিটির মাধ্যমে অপরাধীদেরকে আইনের হাতে তুলে দিয়ে তাদের শাস্তি দিতে দেয়া হবে। আপনার এলাকা সম্বন্ধে আপনারা ভাল বলতে পারবেন। আপনার পাশ্ববর্তী কে বা কারা অপরাধের সাথে জড়িত তা আপনাদের ভাল জানা। অপরাধীদের সঠিক তথ্য প্রদানে ইউনিয়ন পরিষদের কার্য্যালয়ে একটি বাক্স রাখা হবে। আপনাদের এলাকার অপরাধীদের তালিকা সেই বাক্সে ফেলবেন। আমরা তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এনায়েত নগর ইউনিয়ন ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মেম্বার সাজেদা বেগমের সভাপতিত্বে ও সাংবাদিক আফজাল হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক মাষ্টার, এনায়েত নগর ইউপির ২নং ওয়ার্ড মেম্বার ও ৮নং ওয়ার্ড মেম্বার আতাউর রহমান প্রধান, মধ্য ধর্মগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইব্রাহিম। সার্বিক তত্বাবধানে ছিলেন আতাউর রহমান ডাবলু, মাসুদ ও জালাল।