বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে পূর্ব বিরোধে জের ধরে নিরীহ তরুন রায়হান ওরফে রিফাত(১৮)কে হত্যার চেষ্টায় পিটিয়ে নগদ ২৪ হাজার টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রতিবেশী আরমান বাদী হয়ে ৮জনের নাম উল্লেখ করে ওই মামলাটি দায়ের করেন। যার নং-৬৫(০৯)১৬ইং। মামলায় উল্লেখ করা হয়, একরামপুর ইস্পাহানী এলাকার সাত্তার মিয়ার ছেলে রাহাত,একই এলাকার আবদুল,মালেকের ছেলে সোহেল,কালাচানের ছেলে আমান,হবির ছেলে রমজান,সাত্তারের ছেলে রায়হান,আবদুলের ছেলে রনি ও মৃত কালু মিয়ার ছেলে ইমরান গং গত ২৬ সেপ্টেম্বর বেলা ১২টায় পাশর্^বর্তী রায়হান ওরফে রিফাত নামে তরুনের বাড়িতে ঢুকে হত্যার চেষ্টায় তাকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। যাওয়ার সময় উল্লেখিতরা রিফাতের পকেটে রক্ষিত নগদ ২৫ হাজার টাকা ও ১টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। পরে আশ পাশের লোকজন আহত রিফাতকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ৩দিন চিকিৎসার পর বৃহস্পতিবার রাতে প্রতিবেশী আরমান মিয়া বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।