নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে অপরিকল্পিত স্পীডব্রেকারের কারণে উল্টে গিয়ে স্বপন(১৯) নামে এক হোন্ডারোহী’র মর্মান্তিক মৃত্যু ঘটেছে। আহত হয়েছে তারই অপর বন্ধু শাকিল(১৮)। রোববার ভোরে থানার নবীগঞ্জ কুশিয়ারাস্থ বন্দর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত স্বপন পার্শ্ববর্তী তিনগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে। নিহতের পারিবারিক সূত্র জানায়,তিনগাঁও এলাকার নূর মোহাম্মদের ছেলে শাকিল তার জেঠা আব্দুর রব(৭০) এর কবর খোঁড়ার জন্য রোববার ভোরে তারই বন্ধু স্বপনকে নিয়ে হোন্ডাযোগে নবীগঞ্জ কবরস্থানের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। ভোর ৬টায় দ্রুতগতির হোন্ডাটি কুশিয়ারাস্থ বন্দর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছলে এ সময় ওই স্থানে থাকা স্পীডব্রেকারে কারণে হোন্ডার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এতে সঙ্গে সঙ্গে চালক শাকিল ছিঁটকে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় অন্যদিকে পিছনে থাকা তার বন্ধু স্বপন রাস্তার দক্ষিণ প্রান্তের কাফিলা গাছে গিয়ে ছিঁটকে পড়লে স্বপনের মুখমন্ডল থেতলে যায় এবং বাম হাত ও বাম পায়ের হাড় ভেঙ্গে যায়। আহতদের ডাক চিৎকারে আশ পাশের লোকজন তাদেরকে ধরাধরি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার গুরুতর আহত স্বপনকে মৃত ঘোষণা করেন।