নারায়ণগঞ্জ.বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুতার জেড় ধরে পরিবহন ব্যবসায়ী মো: আমির হোসেন (৪২) কে মারধর করে গুরুতর আহত করেছে এলাকার চিহ্নিত মাদক সন্ত্রাসী ও ভুমিদস্যুরা।
রবিবার (৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় গোদনাইল ভুইয়াপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।
মাদক সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত গোদনাইল ভুইয়াপাড়া এলাকার মো:আইছ আলীর ছেলে দুরন্ত পরিবহন মালিক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক আমির হোসেনকে গুরুতর রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩’শ শয্যা হাসপাতালে ভর্তি করেছে এলাকাবাসী। হামলার ঘটনায় দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে সে।
অভিযোগ সূত্রে জানা যায়, গোদনাইল ভুইয়াপাড়া এলাকার মো:আইছ আলীর ছেলে নারায়ণগঞ্জ টু চিটাগাং রোডগামী দুরন্ত পরিবহন মালিক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক আমির হোসেন তার বাড়ীর পার্শ্ববর্তী মৃত জলিল মিয়ার ছেলে জাকির (৪৩),জাহাঙ্গীর (৩৫),মোখলেছ (৩২) ও বাদশা (৩০) সহ তাদের পৈত্রিক সম্পত্তি জলাশয় হওয়ার কারনে নিজ বাড়ীতে থাকতে দেয়। দীর্ঘদিন আমির হোসেনের বাড়ীতে থাকা অবস্থায় ঐ চার সহোদর তাদের পৈত্রিক সম্পত্তি বালু দিয়ে ভড়াট করে। তাদের জমি ভরাট হওয়ার পর তাদেরকে আমির হোসেনের বাড়ী ছেড়ে দিতে বললে তার উপর ক্ষিপ্ত হয় তারা। তাকে কিভাবে মারা যায় পরিকল্পনা করতে থাকে। দখলকারী মাদক ব্যবসায়ী বাদশা ও তার মদদ দাতা একই এলাকার মৃত দুখাই মাদবরের ছেলে মাদকসেবী শাহেব আলীর ইন্ধনে চার ভাইসহ আরো কয়েক জন মাদক সন্ত্রাসী পূর্ব শত্রুতার জেড় ধরে রবিবার সকালে আমির হোসেন বাড়ীতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে তাকে লোহার রড দিয়ে বেধরক মারধর করে। এসময় তার মাথায় লোহার রডের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হয় সে। তার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে ঐ মাদক সন্ত্রাসী ও ভুমি দস্যুরা পালিয়ে গেলে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩’শ শয্যা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আমির হোসেন বাদী হয়ে দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
এব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, গোদনাইল ভুইয়াপাড়া এলাকার আমির হোসেনের উপর হামলার ঘটনায় একটি অভিযোগ দায়ের করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।