নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে র্যাব পুলিশের পৃথক অভিযানে ২৯ বোতল ফেন্সিডিলসহ তামজিদ (২৬), ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল আরমান (২৮) ও জসিম উদ্দিন (৩০) নামে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শনিবার (৬ ফেব্রুয়ারী) দিবাগত রাতে র্যাব-১১ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মধ্য সানারপাড় ক্যানেল পাড় এলাকার মাদক স¤্রাট শামীম মোল্লার বাড়ী ও উত্তর আজিবপুর রেল লাইন এলাকা থেকে তাদের এসব মাদক দ্রব্য উদ্ধারসহ গ্রেফতার করে।
ধৃত মাদক ব্যবসায়ীরা হলো, মধ্য সানারপাড় এলাকার মৃত আলী আজগরের ছেলে তামজিদ,সিদ্ধিরগঞ্জ উত্তর আজিব পুর এলাকার মৃত সফি উদ্দিনের ছেলে সোহেল আরমান ও কলাবাগ এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে জসিম উদ্দিন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব ও পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে। রবিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে বলে থানা পুলিশ সূত্রে জানা যায়।