বিজয় বার্তা ২৪ ডট কম
সাত খুন থেকে অব্যহতি পাওয়া ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি ভূমি দস্যু ইকবাল মিজমিজিতে ফের বেপোরোয়া হয়ে উঠেছে। অনৈতিক কর্মেও অভিযোগ করায় বন্ধবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাঃ মিজানুর রহমানকে পিটিয়ে রক্তাত্ব আহত করেছে তি ইকবাল হোসেন ও তার বাহিনী। এ সময় ডাঃ মিজানুর আর্তচিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত ডাঃ মিজানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শয্যা হাসপাতলে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টায় মিজমিজি শহীদ মতিন সড়কে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় সন্ত্রাসী ইকবাল ও তার বাহিনর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
আহত ডাঃ মিজানুর রহমান জানান, সাত খুনের মামলা থেকে অব্যাহতি পাওয়া সন্ত্রাসী ইকবাল হোসেন বিএনপির করে আওয়ামীলীগের সাথে আতাত করে নাসিক ২নং ওয়ার্ডে সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহতি রেখেছে। আজ সে আমার উপর হামলা চালিয়েছে।
তিনি আরো বলেন, পরিবেশের ক্ষতি হয় এমন একটি কয়েল কারখানায় বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অবগত করায় সন্ত্রাসী ইকবাল ও জসিম ও তার বাহিনীর ২০/২৫ জন মিলে লাটি সোটা, রড দিয়ে পিটিয়ে রক্তাত্ব আহত করে। এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সন্ত্রাসী ইকবালের ভয়ে তার বিরুদ্ধে নাসিক ২ নং ওয়ার্ডে কেউ মূখ খোলতে সাহস পায়না। তাছাড়া মিজমিজি আবাসিক এলাকায় ইকবাল বিভিন্ন জায়গায় অবৈধভাবে কয়েল কারখানা ভাড়া দিয়ে পরিবেশের ক্ষতি করছে। এ বিনিময়ে সে ক্ষমতাশিন নেতাদের মাসোহারা দেয় বলে তিনি অভিযোগ করেন।
এদিকে এলাকাবাসী জানায়, ইকবাল বিএনপির সন্ত্রাসী। সে বিএনপির আমলে ভূমিদস্যুতা করেছে। সন্ত্রাসী কর্মকান্ড করেছে। নাসিক কাউন্সিলর নির্বাচন করেছে। ফেল করে তার প্রতিপক্ষকে গায়েল করতে সাত খুনের প্রধান আসামী নুর হোসেনর সাথে মিশে নাসিক প্যানেল মেয়র নজরুল ইসলামকে হত্যার পরিকল্পনা কারী হিসাবে তার বিরুদ্ধে ২০১৪ সালে ২৮ এপ্রিল রাতে মামলা হয়। সে মামলায় অব্যাহতি পেয়ে এলাকায় ফিয়ে এসে পুর্বে নেয় সন্ত্রাসী র্কমকান্ড করে বেড়াচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আঃ মতিন বলেন, ডাঃ মিজানুর রহমানের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।