বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সিদ্দিক শেখ নামে ১ অপহরণকারীকে গ্রেফতার করেছে। গত সোমবার সন্ধায় নাসিক ৩ নং ওয়ার্ড নায়াআটি মুক্তিনগর এলাকা থেকে এসআই রাসেল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধারসহ সিদ্ধিক শেখকে গ্রেফতার করে। ধৃত সিদ্ধিক খুলনা জেলার পটিয়া ঘাট থানার গোদলা এলাকার সারোয়ার শেখের ছেলে। মিজমিজি বাতানপাড়া এলাকার আবদুল সাত্তারের ছেলে মোঃ হাসান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা অপহরণ মামলাটি দায়ের করেন।