বিজয় বার্তা ২৪ ডট কম
গৃহ তল্লাশীর নামে ইস্রাফিল নামে এক ব্যবসায়ীকে হয়রানির চেষ্টাকালে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার শালিসদের তোপের মুখে ফিরে এসেছে বন্দর থানা পুলিশ। সোমবার সকালে থানার কল্যান্দী এলাকায় এ ঘটনাটি ঘটে। কোনপ্রকার সার্চ ওয়ারেন্ট না থাকা স্বত্ত্বেও প্রতারকদের যোগসাজশে একজন ব্যবসায়ীর বাড়িতে পরিকল্পিতভাবে হানা দেয়ার বিষয়টি গোটা কল্যান্দী এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। এলাকাবাসী অনকাংখিত এ ঘটনার তদন্ত সাপেক্ষে আশু কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হকের হস্তক্ষেপ কামনা করছে। এ ব্যাপারে ব্যবসায়ী ই¯্রাফিলের কল্যান্দী গ্রামের স্থানীয় মেম্বার ফারুক আহমেদ ফালান ও সংরক্ষিত নারী সদস্য মাসুদা মেম্বারের সঙ্গে আলাপকালে তারা জানান,ই¯্রাফিল নিঃসন্দেহে একজন ভূমি ব্যবসায়ী। তাকে এর আগেও কতিপয় প্রতারকের ইন্ধনে ব্ল্যাকমেইলিংয়ের চেষ্টা করে একটি চক্র। এ ব্যাপারে ই¯্রাফিল বাংলাদেশ সরকারের প্রধাণমন্ত্রী,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও মহা-পুলিশ পরিদর্শকের হস্তক্ষেপ চেয়ে পৃথক পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন। সূত্র মতে,কতিপয় প্রতারকের যোগসাজশে সোমবার সকাল ৯টায় বন্দর থানার উপ-পরিদর্শক সরোয়ার্দ্দী ও জাকিরুল ফিরোজসহ সঙ্গীয় ফোর্স নিয়ে কল্যান্দী এলাকার মৃত সোলায়মান সরদারের ছেলে ব্যবসায়ী ই¯্রাফিলের বাড়িতে হানা দেয়। এবং তল্লাশীর নামে ই¯্রাফিলের বাড়ি তছনছ করে। খবর পেয়ে স্থানীয় মেম্বার ফারুক আহমেদ ফালান ও সংরক্ষিত নারী সদস্য মাসুদা মেম্বারসহ শালিসীর লোকজন জড়ো হয়ে গৃহ তল্লাশীর কোন সার্চ ওয়ারেন্ট আছে কিনা জানতে চাইলে এক পর্যায়ে পুলিশ সটকে পড়ে।