বিনোদন ডেস্ক,বিজয় বার্তা ২৪ ডট কম
গীতিকার এম এম বাসেতের গীতিকবিতায় সম্প্রতি বাজারে এসেছে মিশ্র অ্যালবাম ’প্রেমপত্র’। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের ব্যানারে নতুন এই মিশ্র অ্যালবামটিতে তার লেখা গান রয়েছে মোট চারটি। বাকি তিনটি গান লিখেছেন গীতিকার আদিত্য রুপু। কবিতায় এতোদিন সরব থাকলে গীতিকবি হিসেবে নতুন অভিধায় যাত্রা শুরু হল এম এম বাসেতের।
এ প্রসঙ্গে বাসেত বলেন, ‘ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি একটুআধটু ঝোঁক ছিল। কখনও ভাবিনি আমার লেখা একদিন পত্রিকায় ছাপা হবে বা পঙক্তিগুলো সুরসহযোগে গান হয়ে উঠবে। গানের অ্যালবাম প্রকাশের কথা কল্পনায়ও ছিল না। আমাকে আজকের আমিতে রূপান্তর করার সবটুকু সাফল্য একজন বিশেষ মানুষের। যে আমাকে কখনও উস্কে দিয়েছেন আর অকৃত্রিমভাবে প্রেরণা যুগিয়েছেন। আর এভাবেই গানের ভুবনে আমার প্রবেশ করা।’
এম এম বাসেতের লেখা এবং অ্যালবামের সবকটি গানের সুর করেছেন আদিত্য রুপু। সংগীতায়োজনে ছিলেন আদনান ও রাহুল মুৎসুদ্দী। বাসেতের লেখা গানগুলোর শিরোনাম- আড়াল, বাসি ভালো বন্ধু তোমায়, আমায় ছেড়ে কোথায় যাবে এবং কাকে বলে ভালোবাসা। গানগুলো গেয়েছেন- শিল্পী বিশ্বাস, আনিসা, হীরা, ফারাবী, রাহুল মুৎসুদ্দী ও সাহেদ আলমগীর। অ্যালবামের অন্যান্য শিল্পীরা হলেন- অনন্যা, বৃষ্টি, মুসাফির তুহিন ও মিঠুন।
বাসেত বলেন, ’হঠাৎ একদিন পরিচয় অাদিত্য রুপুর সাথে। আমি তখন দিকভ্রান্ত। বুঝতে পারছি না কিভাবে কি করব। নানা গল্প আর এলোমেলো স্বপ্নে আমি যখন হাবুডুবু খাচ্ছিলাম তখন তিনিই একদিন আমাকে অনুপ্রেরণা যোগান। আমাকে সঙ্গে নিয়ে কাজ করার পরিকল্পনা করেন। অ্যালবামের কথা ও সুরে শ্রোতারা ভিন্নতা পাবেন। তার কাজে নতুনত্ব রয়েছে। গানগুলো মনোযোগ দিয়ে শুনলেই সেটা টের পাবেন সবাই।’
বাসেত জানান, তার লেখা আড়াল ও আমায় ছেড়ে কোথায় যাবে গানগুলো এরইমধ্যে শ্রোতারা ভালভাবে গ্রহণ করেছে। আগামীর কাজ নিয়েও চলছে তার ব্যস্ততা। এরইমধ্যে ফোকধর্মী কিছু লিরিক্স নিয়ে কাজ চলছে আরও একটি মিশ্র অ্যালবামের।
তিনি বলেন, নতুন গান লিখছি নিয়মিত। মানুষের ভালবাসা আর প্রশংসা আমাকে উৎসাহ যোগাচ্ছে। বিশেষভাবে বলব আদিত্য রুপুর কথা যিনি আমাকে কবিতা থেকে গানের ভুবনে টেনে এনেছেন।
উল্লেখ্য, গান ছাড়াও নিয়মিত পত্র-পত্রিকায় কবিতা ও গল্প লিখে চলেছেন এম এম বাসেত। এছাড়াও শখের বসে গেল ঈদে ‘ব্যাচেলরের বউ’ শীর্ষক একটি নাটক প্রযোজনা করেন। নাটকটি বেসরকারী টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভিতে প্রচারিত হয়। শিগগিরই প্রেমপত্রের আনুষ্ঠানিকভাবে মোড়ক উম্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান এই গীতিকবি।