বিজয় বার্তা ২৪ ডট কম
আফগানিস্তানের বিপক্ষে গতকাল তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সাত রানে জিতেছে বাংলাদেশ। ওয়ানডেতে মাশরাফি বিন মোর্তুজার নেতৃত্বে বাংলাদেশের এটি ২১তম জয়। এই জয়ের মাধ্যমেই বাংলাদেশের ইতিহাসে সফল অধিনায়ক হলেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে মাশরাফির নেতৃত্বেই সবচেয়ে বেশি জয় পেয়েছে বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে মাশরাফির নেতৃত্বে নয়টি ম্যাচে জিতেছে টাইগাররা। টেস্টে মাশরাফি একটি ম্যাচেই বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। ওই ম্যাচটিতে জয় পেয়েছিল টাইগাররা। মোট মিলিয়ে, মাশরাফির নেতৃত্বে জয় এসেছে ৩১টি ম্যাচে। টেস্টে ১টি, ওয়ানডেতে ২৯টি ও টি-টোয়েন্টিতে ২৩টি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে এই পর্যন্ত অধিনাকত্ব করেছেন গাজী আশরাফ, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, আমিনুল ইসলাম বুলবুল, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার সুমন, রাজিন সালেহ, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মাশরাফি বিন মোর্তুজা ও মুশফিকুর রহিম। ক্রিকেটে টাইগার দলপতিদের সকলেই নিজেদের সময়ে খেলেছেন নিজেদের সেরা খেলা। এই তালিকায় সবচেয়ে উজ্বল দেশ সেরা অধিনায়ক মাশরাফি।
অন্যদিকে, হাবিবুল বাশারের নেতৃত্বে ওয়ানডেতে ২৯টি ও টেস্টে একটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। তিনি ওয়ানডেতে ৬৯টি ও টেস্টে ১৮টি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন।
সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ দল টেস্টে ১টি ও ওয়ানডেতে ২৩টি ম্যাচে জয় পেয়েছে। মুশফিকুর রহিমের নেতৃত্বে টেস্টে ৪টি, ওয়ানডেতে ১১টি, টি-টোয়েন্টিতে ৮টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।
মাশরাফি বিন মোর্তুজার নেতৃত্বে গত বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউট পর্বে খেলে বাংলাদেশ। তাছাড়া গত বছর ঘরের মাটিতে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাশরাফির নেতৃত্বে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করে টাইগাররা।