চাঁপাইনবাবগঞ্জ,বিজয় বার্তা ২৪
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শনিবার রাতে পৃথক অভিযানে অস্ত্র ও ফেন্সিডিল সহ ৩ জনকে আটক করেছে র্যাব। আটককৃতদের মধ্যে একজন নারী।
২টি বিদেশী পিস্তুল, ৪ টি ম্যাগজিন, ১৪ রাউন্ড গুলিসহ শিবগঞ্জ উপজেলার দৌলতবাড়ী গ্রামের তফজুল ইসলামের ছেলে আতিকুল ইসলাম(২৭) ও একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে জোবদুল হক(৩০)কে আটক করা হয়। অন্যদিকে অপর অভিযানে ৬২১ বোতল ফেন্সিডিলসহ শিবগঞ্জ উপজেলার বড় হাদিনগর গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী দুলালী বেগম (৪০) কে আটক করে র্যাব সদস্যরা।
র্যাব- ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কর্মকর্তা এএসপি অলক বিশ্বাস জানান, অস্ত্র বিক্রির জন্য আটককৃত আতিকুল ও জোবদুল নিজ বাড়িতে অস্ত্র মজুদ করে রেখেছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তির র্যাবের একটি দল শনিবার রাত আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার দৌলতবাড়ী গ্রামে অভিযান চালায়। এই সময় ২টি বিদেশী পিস্তুল, ৪ টি ম্যাগজিন, ১৪ রাউন্ড গুলিসহ আতিকুল ও জোবদুলকে আটক করা হয়।
অন্যদিকে এর আগে ফেন্সিডিল বিক্রির জন্য নিজ বাড়িতে মজুদ করে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার বড় হাদিনগর গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী দুলালী বেগমের বাড়িতে অভিযান চলানো হয়। অভিযানে বাড়ি থেকে ৬২১ বোতল ফেন্সিডিল পাওয়া যায় ও দুলালীকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানান, র্যাবের এ কর্মকর্তা।