বিজয় বার্তা ২৪ ডট কম
গেন্ডারিয়া থানার মাদক মামলার ৫ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী জনী (৩২)সহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৮ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গত শুক্রবার রাতে ও গতকাল শনিবার সকালে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এএসআই শামীমসহ তার সঙ্গীয় র্ফোস গত শুক্রবার রাতে বন্দর চিতাশাল এলাকায় অভিযান চালিয়ে ঢাকা গেন্ডারিয়া থানার ১৮(২)১৪ নং মাদক মামলার ৫ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী জনীকে গ্রেপ্তার করে। ধৃত জনী উক্ত এলাকার আমজাদ হোসেন মিয়ার ছেলে। পুলিশ একই রাতে কলাগাছিয়া দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে উক্ত এলাকার মজিবুর রহমানের ছেলে ৩২(৯)১৪ নং মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গোলাপ হোসেন (৪২)কে গ্রেপ্তার করে। পরে বন্দর থানার অপর এএসআই সাইদুলসহ তার সঙ্গীয় র্ফোস ওই রাতে বন্দর খানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে উক্ত এলাকার সালাম খানের ছেলে যৌতুক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী পিংকু ওরফে রাজু (৩০)কে গ্রেপ্তার করে। একই রাতে বন্দর থানা পুলিশ মদনগঞ্জ পিএম রোড এলাকায় অভিযান চালিয়ে উক্ত এলাকার বিল্লাল হোসেন মিয়ার ছেলে বন্দর থানার ২(৯)১২ নং মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী জীবন (৩২)কে গ্রেপ্তার করে। অন্যদিকে বন্দর থানার এসআই ফরিদসহ তার সঙ্গীয় র্ফোস ওই রাতে দক্ষিন লক্ষনখোলা এলাকায় অভিযান চালিয়ে উক্ত এলাকার কামাল হোসেনের ছেলে র্কোট পিটিশন ৪২/১৬ নং মামলার আসামী নজরুল ইসলাম (৪৫)কে গ্রেপ্তার করে। একই রাতে থানার এএসআই জামালসহ তার সঙ্গীয় র্ফোস একই এলাকায় অভিযান চালিয়ে উক্ত এলাকার কলিমউদ্দিন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ফজু মিয়া (৪০)কে গ্রেপ্তার করে। থানার অপর এএসআই হানিফসহ তার সঙ্গীয় র্ফোস ধামগড় নয়ামাটি ভাংতি এলাকায় অভিযান চালিয়ে উক্ত এলাকার ভূট্র সালাউদ্দিনের স্ত্রী ২২(৬)১৩ নং মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ফেরদৌসি বেগম (৫০)কে গ্রেপ্তার করে। অপর দিকে বন্দর থানার এএসআই সাইদুলসহ তার সঙ্গীয় র্ফোস গতকাল শনিবার সকালে বন্দর সালেহনগর এলাকায় অভিযান চালিয়ে উক্ত এলাকার হোসেন ওরফে মদু মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী শাহীন (৩২)কে গ্রেপ্তার করে। এ রির্পোট লেখা পর্যন্ত ধৃতদের পৃথক ওয়ারেন্ট গতকাল দুপুরে তাদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।