বিজয় বার্তা ২৪ ডট কম
বৃহস্পতিবার সকাল ১১ টায় বন্দর উপজেলাধীন ধামগড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সর্বোসম্মতিক্রমে অত্র ইউপি’র প্যানেল চেয়ারম্যান মনোনীত করার কার্যক্রম সম্পন্ন হয়েছে। অত্র ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদের সভাপতিত্বে উক্ত কার্যক্রমে সকলের মতামতের উপর ভিত্তি করে ১নং প্যানেল চেয়ারম্যন হিসেবে অত্র ইউপি’র ৪নং ওয়ার্ড মেম্বার নবীর হোসেন, ২নং প্যানেল চেয়ারম্যন হিসেবে ৮নং ওয়ার্ড মেম্বার মোতালিব মিয়া ও ৩নং প্যানেল চেয়ারম্যান হিসেবে ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার সখিনা বেগম মনোনীত হয়েছেন। যোগ্য ব্যক্তিত্ব হিসেবেই উক্ত ৩জন প্যানেল চেয়ারম্যান মনোনীত হয়েছেন বলে মতামত ব্যক্ত করেছেন অন্যান্য মেম্বার, মহিলা মেম্বার ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা। প্যানেল চেয়ারম্যান মনোনীত হয়ে মনোনীতরা সকলে অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদ সহ সকল ইউপি সদস্যদের ও ইউনিয়নের জনগনকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলের সহযোগিতা কামনা করেছেন। প্যানেল চেয়ারম্যন মনোনীত করা শেষে এক সংক্ষিপ্ত বক্তৃতায় অত্র ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদ বলেন ‘ইউনিয়ন পরিষদ বিধান মোতাবেক প্যানেল চেয়ারম্যান মনোনীত করতে হয়, আমি আনন্দিত, কারণ আজ আপনাদের সকলের সহায়তা পাওয়ায় এই মনোনীত করার কাজটি সহজ হলো। শুধু চেয়ারম্যান বা প্যানেল চেয়ারম্যান নয়, সকল মেম্বার ও মহিলা মেম্বারদের সমন্বয়ে সকল অন্যায় দূর করে আমরা অত্র ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং সমাজকে ধ্বংস করে দিচ্ছে। ইসলামের ক্ষতি ও দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে নানাবিধ পায়তারা করা হচ্ছে। জঙ্গিবাদ তারই একটি অংশ। মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও হানাহানী মুক্ত একটি ইউনিয়ন হিসেবে অত্র ইউনিয়নকে গড়ে তুলতে আমি আপনাদের সকলের সহায়তা চাই’। উক্ত কার্যক্রমে ধামগড় ইউপি’র ৩নং ওয়ার্ড মেম্বার আবু সাঈদ, ২নং ওয়ার্ড মেম্বার ফয়েজুর রহমান মোল্লা, ১নং ওয়ার্ড মেম্বার বাবুল হোসেন, অন্যান্য ওয়ার্ডের মেম্বার, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার ও অত্র ইউপি’র গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।