বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার সহীদ নগর এলাকায় আলমগীরকে চাঁদার টাকার জন্যে হাত পা বেধেঁ নির্যাতন করেছে রবিন,মুন্না,শহিদ গংরা।এ ঘটনার ১৩দিন পরে বৃহষ্পতিবার ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন আলমগীর রবিন গংদের বিরুদ্ধে।
এ অভিযোগ সূত্রে জনাযায়, ফতুল্লার সহীদ নগর এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আলমগীর হোসেন(৩০)। তার কাছে বাবুরাইল শেষ মাথা এলাকার বখাটে রবিন(৩০),মুন্না(২৫),মো. খোকা মিয়ার ছেলে শহীদগংরা বিভিন্ণ সময় চলার পথে চাঁদা দাবী করে আসছে। তাদের দাবী কৃত চাঁদা না দেয়ায় গত ৯ সেপ্টেম্বর দুপুরে ফোন করে কাশিপুর খিল র্মাকেট এলাকায় নিয়ে যায়।সেখানে আটক রেখে নানাভাবে রবিন ,শহীদ গংরা আলমগীরের উপর নির্যাতন ও মারধর করে নগদ ৭হাজার টাকা নেয় ।চাঁদাবাজদের ১৬ সেপ্টেম্বরের মধ্যে ১৬হাজার টাকা দিতে হবে এমন প্রতিশ্রুতি দিয়ে আলমগীরকে ছাড়িয়ে আনে। তাকে হাত পা বেধেঁ শাররিক ভাবে ব্যাপক মারধর করেছে রবিন মুণœা গংরা।এঘটনার ১৩ দিন পরে চিকিৎসা শেষে গতকাল দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছে আলমগীর রবিন, শহীদ, মুন্না গংদের বিরুদ্ধে।পুলিশ জানায় তদন্ত করে সঠিক ব্যবস্থা নেয়া হবে তাদের ছাড় দেয়া হবেনা।