বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৩মাদকসেবীকে ৬ মাসের করে কারাদন্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। মাদক সেবনের অপরাধে চিহ্নিত ওই ৩মাদকসেবীকে বুধবার দুপুরে বন্দর উপজেলা সহকারি(ভূমি) কমিশণার হোসনে আরা বীণা ভ্রাম্যমান আদালত বসিয়ে এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত মাদকসেবীরা হলো মাহমুদনগর এলাকার নুর ইসলাম মিয়ার ছেলে জামাল হোনে(৩০),বন্দর উত্তর কলাবাগ এলাকার ইকবাল হোসেনের ছেলে রাজ(২৮) ও মদনগঞ্জ লক্ষ্যাচর এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে মোশারফ হোসেন(৬০)। ধৃতদের বুধবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।