স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৩ জন বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে। নতুন নিয়োগ পাওয়া বিচারপতিরা হলেন- বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি নিজামুল হক নাসিম এবং বিচারপতি বজলুর রহমান সানা।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এই ৩ বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দিয়েছেন।
এ নিয়ে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়ালো ৯ জনে।
এ বিষয়ে রবিবার আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, আগামীকাল সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তাদের শপথ পাঠ করাবেন।