বিজয় বার্তা ২৪ ডট কম
টঙ্গী বিসিকে টাম্পাকো ফয়েল কারখানায় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যেগে আজ বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, সহ-সভাপতি সাইফুল ইসলাম শরীফ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তার।
নেতৃবৃন্দ বলেন, টঙ্গী বিসিকে টেম্পাকো ফয়েল কারখানায় বয়লার বিস্ফোরণে এখন পর্যন্ত ২৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। স্পেকট্রাম গার্মেন্টস থেকে বড় ধরনের আগ্নিকা- একের পর এক ঘটেই চলছে। গত এক বছরে গার্মেন্টস, রি-রোলিং, নির্মাণ, জাহাজ ভাঙ্গা শিল্পে শতাধিক শ্রমিকের মৃত্যু হয়। শ্রম আইন না মানার কারণে, অনিরাপদ কর্মক্ষেত্রের কারণে শ্রমিকের মৃত্যুর মিছিল শুরু হয়েছে তা থামছেনা। মালিকের কাছে শ্রমিকের জীবনের কোন মূল্য নাই-মুনাফাই তাদের কাছে বড় বিষয়। এসব দুর্ঘটনার জন্য দায়ী মালিকদের শাস্তি না হওয়া, আহতদের সুচিকিৎসা ও পূণর্বাসন এবং নিহতদের প্রত্যেকের জন্য আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ প্রদান করার আইন না থাকায় মালিকরা অনায়াসে পার পেয়ে যায়।
নেতৃবৃন্দ বলেন, অগ্নি নির্বাপনের প্রয়োজনীয় উপকরণ টঙ্গির টাম্পাকো কারখানাটিতে ছিলনা। কারখানার বয়লারসহ ঝুঁকিপূর্ণ যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ এবং শ্রমিকের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মালিক এবং সরকারের সংশ্লিষ্ট দফতরের অবহেলার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
নেতৃবৃন্দ তদন্তপূর্বক কর্তব্য অবহেলার জন্য দায়ী মালিক ও দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং নিহতদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।