বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৬৮পিছ ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক স¤্রাট নূর মোহাম্মদ ওরফে নূরা কানার অন্যতম সেলসম্যান বাপ্পী(৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পুনাইনগর এলাকার হতে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতেই বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। ধৃত বাপ্পী মদনগঞ্জ লক্ষ্যারচর এলাকার মিরাজ হোসেনের ছেলে। সে দীর্ঘ দিন ধরে চর ঘারমোড়া এলাকার কুখ্যাত মাদক স¤্রাট নূর মোহাম্মদ ওরফে নূরা কানার সেলসম্যান হিসেবে বিভিন্ন স্থানে ফেরি করে নানা প্রকার মাদক বিক্রি করে আসছিল। ধৃতকে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। এদিকে বন্দরের চিহ্নিত মাদক স¤্রাট নূরা কানা,তার মেয়ের জামাতা অপু,পুত্রা দাদন,কুড়িয়াভিটার পুলিশ সোর্স জনি তার স্ত্রী কাকলী,মদনগঞ্জ বাসষ্ট্যান্ডের (খাজা কোম্পানীর) শহীদ ওরফে ল্যাংড়া শহীদ ও হাজীপুরে আনিছের ব্যবসা রমরমা হয়ে উঠলেও তারা এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। সচেতন মহল চিহ্নিত এসব মাদক ব্যবসায়ীদের আশু গ্রেফতারপূর্বক কার্যকরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।