বিজয় বার্তা ২৪ ডট কম
নবীগঞ্জের চাঞ্চল্যকর ডকইয়ার্ড শ্রমিক ফয়সাল হত্যা মামলার অন্যতম আসামী ইমন(১৭) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কুশিয়ারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত ইমন নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার ইকবাল মিয়া এবং বন্দর ইউনিয়ন পরিষদের নারী চৌকিদারের ছেলে। ইমনের গ্রেফতার সম্পর্কে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর এমদাদ হোসেন জানান,নিহত ফয়সালের ব্যবহৃত মোবাইল সেটটি ইমনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ৫দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।