নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়নগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা বলেছেন, স্বপ্নডানা স্কুলকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে যাচ্ছি। এই স্কুলে ২৫০ শিশু লেখাপড়া করে, আমরা মনে করি কোন ভালো স্কুলেও প্রথম দিকে এত শিশু লেখাপড়া করেনা । ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ৪ লেনের কার্যক্রম শুরু হলে স্কুলটির আয়তন কমে যাবে। আর যদি সরকারি কোন কাজে এই স্কুলের জায়গাটি প্রয়োজন হয়, তাহলে অন্যকোন জায়গায় এই স্কুলটাকে স্থানান্তর করবো। শিশুদের পড়ালেখায় ব্যঘাত ঘটে এমন কোন কিছুই আমরা হতে দিবনা।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে শনিবার সকাল ১১ টায় চানমারী স্বপ্নডানা স্কুলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকারি ৪র্থ শ্রেণীর কর্মকর্তাদের থেকেও বেশি উপার্জন করে বস্তির লোকজন, কিন্তু তারা পরিবেশগত দিক থেকে পিছিয়ে থাকে। যদি তারা মাসের ১ দিনের উপার্জিত অর্থ পরিস্কার পরিচ্ছন্ন থাকার জন্য ব্যায় করেন তবে জীবন ও মানের উন্নয়ন ঘটবে। তাই আমি স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের পরিস্কার পরিচ্ছন্ন রাখতে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, লুৎফর রহমান স্বপন অধ্যক্ষ ড. শিরিন বেগম, প্রমুখ।
সভাপতির বক্তব্যে গাউছুল আজম বলেন, বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে জেলার উন্নয়নে সহয়াতা করে যাচ্ছেন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা। তারই ধারাবাহীকতায় নারায়ণগঞ্জ আরও একটি বস্তিতে সম্প্রতি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নতুন স্কুলের উদ্বোধন করবেন তিনি সেখানে শিশুরা একজন সুনাগরিক হতে যা যা প্রয়োজন সকল ধরণের সুযোগ পাবে।
এরপর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বস্তির ৩৮টি পরিবারের মাঝে ২০ কেজি করে জি.আর চাউল ও নগদ ৪ হাজার টাকা
করে বিতরণ করেন এবং ২‘শ ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ব্র্যাকের পক্ষ থেকে আড়ং এর তরল দুধের প্যাকেট বিতরণ করা হয়। পরে সুবিধাবঞ্চিত শিশু ও শিশু একাডেমির শিল্পীরা নৃত্য ও সংঙ্গীত পরিবেশন করেন।