বিজয় বার্তা ২৪ ডট কম
সন্ত্রাস ও জঙ্গীবাদ অপতৎপরতা ঠেকাতে সারাদেশের ন্যায় বন্দর থানা এলাকায়ও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়,বিগত ঈদ-উল-ফিতরে কিশোরগঞ্জের শোলাকিয়ায় বোমা হামলার ঘটনার পর দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক বন্দর থানা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে নানামুখী সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী বন্দর উপজেলার ৫টি ইউনিয়নে ২৪টি ঈদগাহ ও ৯৫টি মসজিদে াওবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডে ৪টি ঈদগাহ ও ৯৭টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এসব ঈদগাহ ও মসজিদ সমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ইতোমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্ব স্ব এলাকায় স্বেচ্ছাসেবকরা একযোগে কাজ করবে। জেলা প্রশাসকের প্রদত্ত নির্দেশানুযায়ী থানা ও উপজেলা প্রশাসন থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ঈদগাহ ও মসজিদসহ ১০১টি স্পটে ১০১টি স্বেচ্ছাসেবকের বাহিনী এবং বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের ঈদগাহ ও মসজিদসহ ১১৯টি স্পটে ১১৯টি স্বেচ্ছাসেবকের দল সক্রিয় রাখার কড়াকড়ি নির্দেশ প্রদান করা হয়েছে।