বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
বলিপাড়ায় সম্পর্কের গুঞ্জনের শেষ নেই। প্রবাহমান বাতাসে যেন এ গুঞ্জন প্রতিনিয়ত উড়ে বেড়ায়। তবে এবার গুঞ্জন নয় জনপ্রিয় অভিনেতা সালমান খানের একটি পার্টিতে দেখা গেল হৃতিক রোশানের সাবেক স্ত্রী সুজান খানকে।
সুজান খানের সঙ্গে বিচ্ছেদের পর বেশ দুরত্ব বজায় রেখে চলেন হৃতিক। নিজের জন্মদিনের পার্টিতেও এবার আমন্ত্রণ জানাননি সুজানকে। যা নিয়ে জল্পনা এখনো বইছে বি টাউনে। কিন্তু হৃতিক-সালমান পরস্পরের ভালো বন্ধু। তবুও সুজানকে এ পার্টিতে দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।
পার্টিতে শুধু সুজানই ছিলেন না, প্রীতি জিনতাসহ অনেকেই উপস্থিত ছিলেন। পার্টি নিয়ে যাতে কেউ কোনো মন্তব্য করতে না পারেন, সে বিষয়েও তৎপর প্রীতি।
ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, সালমানের সঙ্গে তাদের বন্ধুত্বের সম্পর্ক। এ জন্য সময় পেয়েই সালমানের সঙ্গে পার্টি করছেন তারা।
পার্টিতে সালমানের সঙ্গে প্রীতি ও সুজান
হৃতিক-সুজানের বিচ্ছেদের পর অভিনেতা অর্জুন রামপালের সঙ্গে গাটছড়া বাঁধছেন সুজান খান এমন গুজবে তোলপাড় হয়েছিল বলিপাড়া। কিন্তু সুজান সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কাউকেই এখন বিয়ে করছেন না। আপাতত একা। এদিকে সুলতান সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। এতে তার বিপরীতে দেখা যাবে আনুশকা শর্মাকে।