বিজয় বার্তা ২৪ ডট কম
শনিবার বিকালে ফতুল্লা রেল ষ্টেশন এলাকায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় একদল ছাত্রের হাতে গণধোলাইয়ের শিকার হয়েছে বখাটে আল আমিন। বখাটে আল আমিন ফতুল্লা রেলষ্টেশন এর কামালের বাড়ির ভারাটিয়া আব্দুস সোবাহানের পুত্র। এ ঘটনায় ওই বখাটে মুচলেখা দিয়ে ছাড়া পেয়েছে। এদিকে, স্থানীয়দের অভিযোগ, আল আমিন দীর্ঘদিন স্কুল-কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছে।
গতকাল একই ঘটনা ঘটানোর চেষ্টা করলে একদল ছাত্র বখাটে আল আমিনকে আটক করে গণধোলাই দিয়ে মুচলেকা রেখে ছেড়ে দেয়। স্থানীয়রা জানান, ষ্টেশন এলাকায় একাধিক কোচিং সেন্টার থাকায় এর আশে পাশে বখাটেরা অবস্থান নিয়ে স্কুল-কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করে থাকে। ছাত্রদের হাতে গণধোলাইয়েরে শিকার আল আমিন ওইসব বখাটেদের একজন। অভিভাবকদেও অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর কোন তৎপরতা না থাকায় ষ্টেশন, পাইল স্কুলের যাওয়ার বিভিন্ন সড়কে বখাটেরা দল বেধে স্কুলের ছাত্রীদের উত্ত্যক্ত করে থাকে। এসব বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ দাবি করেছে অভিভাবকরা।