বিজয় বার্তা ২৪ ডট কম
আওয়ামীলীগের ১৪ দলীয় জোটের অঙ্গসংগঠনের উদ্যোগে দেশব্যাপী চলমান সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সন্ত্রাস ও জঙ্গীবাদ, মৌলবাদ রুখ ওঠ দেশবাসী জেগে এই ব্যানারে মানব বন্ধনের আয়োজন করা হয়।
এসময় বক্তরা বলেন, এদেশের একটি ধর্মান্ধ গোষ্ঠী ধর্মের নামে ভুল বুঝিয়ে শিক্ষিত যুব সমাজকে দিয়ে জঙ্গি হামলা মত জঘন্য কাজ করাচ্ছে। এর জন্য সকল অভিভাবককে সচেতন থাকতে হবে। তাদের সন্তানের প্রতি অধিক নজর রাখতে হবে যাতে করে সে কোন জঙ্গীবাদের সাথে সম্পর্কে না জরাতে পারে। আমাদের সকলকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এদেশের জঙ্গীবাদ নির্মূল করতে হবে।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিছুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড খোকন সাহা, সহ সভাপতি রবিউল হোসেন, গোপিনাথ সাহা, সহ সাধারণ সম্পাদক জি. এম আরমান, জেলা নাগরিক ঐক্য পরিষদের সভাপতি এবি সিদ্দিকী, জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি হাফিজুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শিরীন বেগম, জেলা গনতন্ত্রী পার্টির সভাপতি মাহাতাব উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক নিজাম উদ্দিন, জেলা জাসদের সভাপতি আব্দুস সাত্তার মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান রিয়াদ, আইন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এম এম হাসান প্রমুখ ।
তারা আরো বলেন, ৭১ এর স্বাধীনতা যুদ্ধে পরাজিতরাই এদেশে সন্ত্রাস ও জঙ্গীবাদ সৃষ্টি করছে। তারা কথনো এদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি।তাই তারা ৭৫ এ জাতির জনন বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকলকে হত্যা করেছে। তার মৃত্যুর পর থেকেই তারা এদেশে মাথা চরা দিয়ে উঠেছে। বর্তমানে প্রধানমন্ত্রীর সকল উন্নয়নকে বাধাগ্রস্থ করতে জঙ্গী হামলা চালাচ্ছে। তারা কখনোই সফল হতে পারবে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাধীনতা পক্ষের শক্তিরা তাদের প্রতিরোধ করবে।