বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লায় ৫ জন মাদক ব্যবসায়ীকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাাপ্তরা হলো- ফতুল্লার দাপা শিহাচর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহীনের স্ত্রী লাকি (৩২) তার ছেলে রবিন (১৮) লাকির মা রুমি (৫৫) মহসিন (৩৫) তার স্ত্রী লিপি (৩০)। শুক্রবার বিকেলে ফতুল্লার দাপা শিহাচর এলাকায় একটি মাদক বিরোধী সমাবেশ হয়। এ সমাবেশের পর এলাকাবাসী মাদক ব্যবসায়ী শাহীন ও মহসিনের পরিবারের মাদক ব্যবসার বিরুদ্ধে ফুঁসে উঠে। পরে সন্ধ্যার দিকে এলাকাবাসী ইয়াবা ও গাজাসহ ৫ জনকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে ফতুল্লা থানার এএসআই কামরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে এলাকাবাসী তাদের পুলিশে সোর্পদ করেন। এরপর রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা (ইউএনও) আফরোজা আকতার চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে এ দন্ড প্রদান করেন।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।