নীলফামারী,বিজয় বার্তা ২৪
নীলফামারীর জলঢাকা উপজেলায় নৈশকোচের সঙ্গে সংঘর্ষে পিকআপ ভ্যানের চালকসহ ২ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- নীলফামারীর ডোমার উপজেলার ডাকবাংলা কাজীপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে পোল্ট্রি ব্যবসায়ী জাকির হোসেন (৫০) এবং আন্ধারুর মোড় এলাকার গোলাম মোস্তফার ছেলে পিকআপভ্যান চালক আব্দুল কালাম (৩৫)।
শনিবার সকাল ৯টার দিকে জলঢাকা-রংপুর সড়কের কালীগঞ্জ বারোগোপাল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, সকালে পোল্ট্রির খাবার আনার জন্য পিকআপে করে ডোমার থেকে রংপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অনিক পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই পিকআপ চালকসহ ২ জন মারা যান এবং একজন আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করা হয়। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।