স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
রাজধানীর সবুজবাগে ট্রাকচাপায় অজ্ঞাত এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার রাত ৩টার দিকে সবুজবাগের মাদারটেক চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই বৃদ্ধার বয়স আনুমানিক ৬০ বছর হবে।
জানা যায়, গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে শনিবার সকাল ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।