বিনোদনডেস্ক,বিজয় বার্তা ৩৪
সারাদেশে শুক্রবার মুক্তি পেয়েছে শাকিব খান ও অপু বিশ্বাস জুটির এ বছরের প্রথম চলচ্চিত্র ‘রাজা ৪২০’।
এ সিনেমা প্রসঙ্গে শাকিব খান বলেন, রোমান্টিক কমেডি ধাচের এ চলচ্চিত্রটি দর্শক যতক্ষণ হলে বসে দেখবেন নির্মল আনন্দ পাবেন। আমার বিশ্বাস ছবিটি ভালো ব্যবসা করবে।
অপু বিশ্বাস বলেন, এ চলচ্চিত্রে আমি একজন গ্রামের মেয়ে। আমার আচার-আচরণ অনেকটা ফ্রড টাইপ, মানে ৪২০ এর মতোই। চরিত্রটির নাম রানী। চলচ্চিত্রে নাকি তাকে দেখাবে আলাদা রকম। কারণ কমেডি চরিত্রে অভিনয় করতে গিয়ে হেয়ার স্টাইলের পরিবর্তন এনেছেন তিনি। এর বেশি বলতে নারাজ। বাকিটা দেখতে হবে হলে গিয়ে।
পরিচালক উত্তম আকাশ বলেন, আমাদের সামাজিক অবস্থান থেকে আমরা বহু মানুষকে প্রতারিত হতে দেখি। মলম পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারায় অনেকেই। সমাজের এ রকম নানা বাস্তব গল্প চিত্রিত হয়েছে এ চলচ্চিত্রে।
ছবিতে শাকিব খান-অপুর পাশাপাশি অভিনয় করেছেন নবাগত নায়িকা নূপুর মল্লিক, ওমর সানী, রাবিনা বৃষ্টি, সাদেক বাচ্চু, কাবিলা, অমিত হাসান প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন গোধূলী ফিল্মস।