স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার মামলা দায়েরকে ‘প্রতিহিংসার রাজনীতির নগ্ন বহিঃপ্রকাশ’ বলে মনে করছে ২০ দলীয় জোটের অন্যত শরিক দল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া এ মন্তব্য করেন। এ মামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
বিবৃতিতে তারা বলেন, ‘বর্তমান অনৈতিক সরকার খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায়। সেজন্য তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে রাষ্ট্রদ্রোহিতার মিথ্যা মামলা দিয়েছে।’
তারা বলেন, ‘বিএনপি চেয়ারপারসন যে বক্তব্য দিয়েছেন তার একটি ক্ষুদ্র অংশ বিকৃত ব্যাখ্যা করে এ মামলাটি দায়ের করে সরকার নোংরা রাজনীতির আশ্রয় গ্রহণ করেছে। খালেদা জিয়ার ওই বক্তব্যে রাষ্ট্রদ্রোহিতার কোনো কিছুই নেই। রাজনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে শাসকগোষ্ঠী মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলকে নির্মূল করার চক্রান্তে লিপ্ত হয়েছে।’
বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
একই সঙ্গে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ বিরোধী দলের সব রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবি করেন তারা।