নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে ১শ’১৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মনিরুল ইসলাম মনু(৪০) নামে চিহ্নিত এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা(ডিবি)পুলিশ। বৃহস্পতিবার রাতে থানার লাঙ্গলবন্দস্থ নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত মনু ওই এলাকার মৃত মোবারক আলীর ছেলে। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতেই বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। ধৃতকে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। পুলিশ জানিয়েছে, সে দীর্ঘ দিন ধরে মাদকের রমরমা বানিজ্য চালিয়ে আসছিল।