বিজয় বার্তা ২৪ ডট কম
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ পৌর ওসমানি স্টেডিয়ামে ৪৫ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
এ সময়ে বিবি মরিয়ম উচ্চ বালিকা বিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগীতায় কানাইনগর উচ্চ বিদ্যালয় এর বালিকাদের হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে। আরো দুইটি খেলা কাবাডি ও ফুটবল বালিকা বিবি মরিয়ম উচ্চ বালিকা বিদ্যালয়ের মেয়েরা রানার্স আপ দল হিসেবে
চ্যাম্পিয়ান হয়েছে।
এ সময়ে উপস্থিত ছিলেন, বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের মেনেজিং কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম খান সহ স্কুলের শিক্ষিক শিক্ষকা ও ছাত্রীবন্দ।
বিবি মরিয়ম উচ্চ বালিকা বিদ্যালয়ের টিম ম্যানেজার আয়েশা খাতুন বলেন, আমরা প্রতি বছরের মত এই বছরও বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের মেয়েরা খেলাধুলা এগিয়ে আছে। আমরা স্কুলে মেয়েদের খেলাধুলার প্রশিক্ষণ দেই তারাও খেলাধুলায় বেশ মনোযোগী। এই স্কুলের মেয়েরা কাবাডি, হ্যান্ডবল, ফুটবল, সাতার, ইত্যাদি খেলায় জেলা পর্যায়ে এবং দেশের বাহিরে তারা অংশ গ্রহণ করেন। ছাত্রীরা আমাদের স্কুলে সুনাম অর্জন করেছে।