বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মইনুল হক বলেছেন, একটি দুষ্কৃতী চক্র এই দেশে অরাজকতা সৃষ্টি করছে। আমরা আশা করছি আগামী ছয় থেকে এক বছরের মধ্যে এই সমস্যা থাকবে না। দেশ এখন সাম্প্রতিক সময়ের মধ্যে অতিবাহিত হচ্ছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ গোষ্ঠী এদেশে নানাভাবে হামলা ও হত্যাকান্ড ঘটাচ্ছে। যে কোন অনুষ্ঠান করার পূর্বে থানার কর্মকর্তাকে লিখিত ভাবে জানাতে হবে। থানার কর্মকর্তা তা সাথে সাথে পুলিশ সুপার ও (ডিএসবি) ব্যবস্খা নেওয়ার পরামর্শ দেন। জম্ম অষ্টমী উপলক্ষে শোভাযাত্রায় নারায়ণগঞ্জে পুলিশ বিশেষ ভূমিকা পালন করবে এবং যানজট নিরসনে শহরের প্রধান প্রধান স্থানে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবে ।
মঙ্গলবার বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদয্যাপন পরিষদ এর নেতৃবৃন্দ জেলা পুলিশ সুপার মঈনুল হক সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান, ফতুলা (সার্কেল) মো. শরফুউদ্দিন আহমেদ, সদর থানার ওসি আসাদুরজ্জামান, ফতুলা থানার ওসি কামালউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদয্যাপন পরিষদের সভাপতি শঙ্কর কুমার সাহা, সাধারণ সম্পাদক সুজন সাহা, মহানগর পূজা উদয্যাপন পরিষদের প্রধান উপদেষ্টা বাসুদেব চক্রবর্তী, মহানগর এর সহ সভাপতি কমলেশ সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, যুগ্ম সম্পাদক উওম সাহা, কোষাধ্যক্ষ সুশীল দাস, ফতুল্লা পূজা উদয্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, সহ সভাপতি অরুণ দাস, বন্দর এর সভাপতি শংকর দাস, সিদ্ধিরগঞ্জ থানার আহবায়ক শিশির ঘোষ অমর প্রমূখ।
শংকর সাহা বলেন, নারায়ণগঞ্জ একটি সাম্প্রদায়িক শহর। এই শহরেকে মুসলিম আর কে হিন্দু তা বুঝা যায় না। সবাই মিলে মিশে কাজ করি যার যার ধর্ম পালন করি। ধর্মীয় অনুষ্ঠানে হাজার মানুষের উপস্থিতিকে হিন্দু আর মুসলমান বুঝা যায় না। প্রতি বছরের মত এই বছর ও আমরা নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে শ্রী কৃষ্ণের জম্মঅষ্টমী উপলক্ষে শোভাযাত্রা বের করা হবে। এ সময়ে তিনি রাস্তার যানজট সমস্যা কথা বলে এবং তা নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তা করতে অনুরোধ করেন। আমাদের নিজস্ব উদ্যোগে ২০০ স্বেচ্ছাসেবক জম্মঅষ্টমীতে কাজ করবে। আমরা দুই থেকে তিন ঘণ্টা সকাল বেলা শ্রী কৃষ্ণের জম্ম অষ্টমী উপলক্ষে শোভাযাত্রা বের করবো এবং শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে দুই নং রেল গেট এসে সমাপ্ত করবো। রাত দশটার আগে ধমীয় সংগীত ও আলোচনা সভা করে অনুষ্ঠান শেষ করা হবে।