নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের রেন্ট-এ কার ষ্ট্যান্ডের ২৩০ কেভি বৈদ্যুতিক লাইনের ২’শ ফুট উঁচু টাওয়ারের শীর্ষে উঠে পড়ে পারুল (২৩) নামের এক মানষিক প্রতিবন্ধী নারী। তাঁকে দেখতে ঘটনাস্থলে ভিড় করে হাজার হাজার পথচারী মানুষ। বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর ক্রেনের সাহায্যে অচেতন অবস্থায় তাঁকে নামিয়ে আনতে সক্ষম হন। পরে স্থানীয় একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। হাসপাতাল সুত্রে জানাগেছে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর পারুলের জ্ঞান ফিরেছে।
শুক্রবার (৫ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩ টায় এ ঘটনাটি ঘটে। মানষিক প্রতিবন্ধী পারুল রাজশাহী জেলার পুটিয়া থানার ভানেশ্বর এলাকার ইয়াদ আলীর স্ত্রী ও সিদ্ধিরগঞ্জের আজিপুর এলাকার আঃ রব এর ভাড়াটিয়া। আজিজুল হক নামে ৩ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে শিমরাইল মোড় এলাকায় জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনের ২৩০ কেভি (কিলো ভোল্ট) বৈদ্যুতিক লাইনের ২০০ ফুট উঁচু টাওয়ারের মাথায় উঠে পড়েন পারুল নামে এক নারী। তাঁকে এত উঁচুতে দেখে শিমরাইল মোড় দিয়ে যাতায়াতকারী উৎসুক জনতা ভিড় জমায় টাওয়ারের নিচে। খবর পেয়ে ঘটনাাস্থলে ছুটে থানা পুলিশ। কিছুক্ষণের মধ্যে ছুটে আসেন বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। বন্ধ করে দেওয়া হয় সিদ্ধিরগঞ্জ অতিক্রম করে ঢাকাÑমানিকগঞ্জ জাতীয় সঞ্চালন লাইনের একটি ইউনিট। কিন্তু ২০০ ফুট উঁচু টাওয়ারে ওঠার মতো কোনো মই ও ক্রেন সেখানকার বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীদের কাছে না থাকায় তাঁরা পারুলকে নামাতে ব্যর্থ হন।
এক পর্যায়ে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসের ঢাকা হেড কোয়ার্টার কর্তৃপক্ষকে । বিকাল ৪ টায় ঢাকা থেকে ফায়ার সার্ভিসের বিশেষ দল এসে ১৫০ ফুট উঁচু মই ব্যবহার করে উদ্ধারকাজ শুরু করে। সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে ক্রেনের সাহায্যে কোমরে বেল্ট বেধে অচেতন অবস্থায় উদ্ধারকর্মীরা তাকে নামিয়ে আনতে সক্ষম হন। সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। হাসপাতালে তার চিকিৎসা দেয়া হচ্ছে। প্রায় ৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান হয়।
বিকাল ৫ টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ অতিক্রম করে ঢাকাÑমানিকগঞ্জ জাতীয় সঞ্চালন লাইনের একটি ইউনিট পুনরায় চালু করা হয়।
ঢাকা হেডকোয়ার্টার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইব্রাহিম জানায়, বিকাল সাড়ে ৩ টায় ডেমরা ফায়ার সার্ভিস থেকে খবর দেওয়া হলে ৪ টায় দিকে এসে বিদ্যুৎ বিভাগ ও থানা কর্মকতাদের সাথে কথা বলে পারুলকে নামাতে টাওয়ারের উপরে উঠি। আমরা ৬ টা ১০ মিনিটের দিকে তাকে নামাতে সক্ষম হই। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়ে।
সিদ্ধিরগঞ্জ ২৩০ কেভি (কিলো ভোল্ট) সার্ব ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম বলেন, বিকাল সাড়ে ৩ টায় দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিদ্যুৎ কর্মীরা পারুলকে নামাতে টাওয়ারে উঠে। কিন্তু সে বিদ্যুৎ কর্মীদের দেখে আরো উপরে উঠতে থাকে। পরে ফায়ার সার্ভিস এর সহায়তায় তাকে নামানো হয়। এসময় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিট থেকে ৬ টা ২০ মিনিট পর্যন্ত সিদ্ধিরগঞ্জ অতিক্রম করে ঢাকাÑ মানিকগঞ্জ জাতীয় সঞ্চালন লাইন বন্ধ থাকে।
সিদ্ধিরগঞ্জ থানার এস আই শামীম হোসেন বলেন, দুপুরের কিছুক্ষন পর খবর পেয়ে বিদ্যুৎ টাওয়ারের নিচে নেট বিছানো হয়। পরে ফায়ার সার্ভিস এসে ৩ ঘন্টা চেষ্টার পর পারুলকে নামিয়ে আনে।