বিজয় বার্তা ২৪ ডট কম
অননুমোদিত বিলবোর্ড, ব্যানার, পোস্টার নিজ উদ্যোগে সরিয়ে না নিলে মামলা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএনসিসি মেয়র।
আনিসুল হক বলেন, গত এক বছরে প্রায় ২০ হাজার অবৈধ বিলবোর্ড ও ৭০ হাজার অবৈধ ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণ করা হয়েছে। এ-সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ২২ আগস্টের মধ্যে জমা দেবে উত্তর সিটি করপোরেশন।
‘গ্রিন’ (সবুজ) ও ‘ক্লিন’ (পরিচ্ছন্ন) ঢাকা প্রকল্পগুলো নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করা হচ্ছে জানিয়ে আনিসুল হক বলেন, সবচেয়ে বড় সমস্যা রাজনৈতিক বিলবোর্ড, ব্যানার, পোস্টার।
সংবাদ সম্মেলনে আনিসুল হক আরো বলেন, ‘জাতীয় নেতাদের দিয়ে বিলবোর্ড দেওয়া সম্ভব হবে। তবে সেখানে কেউ তার নিজের ছবি দিতে পারবেন না এবং এগুলো আমাদের কাছ থেকে আগে অনুমোদন করিয়ে নিতে হবে।’
‘আমাদের বিনীত অনুরোধ আপনারা শুনুন। আমরা যেন ম্যাজিস্ট্রেট নিয়ে যেয়ে আপনাদের এই বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, দেয়ালে লিখন—এগুলোর সুরাহা না করতে হয়। তাহলে আমরা অনেক জায়গায় আপনাদের দোকানপাট বন্ধ করে দেব। কেস করব এবং ট্রেড লাইসেন্স ক্যানসেল (বাতিল) করে দেব।’
একই সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট পরাজিত শক্তিরা দেশের অভ্যন্তরের মুনাফেক ও মীরজাফরদের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করছিল। সেই মীরজাফর-মুনাফেকরা দেশের মধ্যে এখনো আছে। দলের মধ্যেও ঘাপটি মেরে আছে। এ জন্য সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে এই মীরজাফর ও মুনাফেকরা তার ক্ষতি করতে না পারে।
যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মণি, জাহাঙ্গীর কবির নানক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা, রেলমন্ত্রী মুজিবুল হক, আয়োজক সংগঠনের সাধাণ সম্পাদক অপু উকিল।