বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাক্রমে গৃহের ব্যবহৃত সোকেছের কাঁচ ভেঙ্গে ওই দুর্ঘটনার মুখে পতিত হন। আহত আফজাল হোসেনকে প্রথমে নারায়ণগঞ্জ ৩শ’ শর্যা হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে সোহরাওয়ার্দ্দী হাসপাতালে রেফার্ড করা হয়। দুর্ঘটনায় কাউন্সিলর আফজালের ডান হাতের রগ কেটে মারাত্মক জখম হন। বৃহস্পতিবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হতে সোহরাওয়ার্দ্দী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার হাতের সফল অস্ত্রপাচার করা হয়। বর্তমানে আফজাল অনেকটা সুস্থ রয়েছেন। শনিবার আরো একটি অস্ত্রপাচার হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। দ্রুত সুস্থ্যতা লাভের জন্য আফজাল হোসেন সকলের কাছে দোয়া চেয়েছেন।