বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মদনপুরের ত্রাস রুবেল ও তার ৩ সহযোগীকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাতে স্থানীয় ইস্ট টাউন আবাসিক এলাকার অভ্যন্তরের একটি ৪তলা ভবনের ৩তলা ফ্ল্যাট হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
ধৃত রুবেল ইস্ট টাউন এলাকার জাকির হোসেনের ছেলে। রুবেলের অন্যান্য সহযোগীরা হলো জেলার রূপগঞ্জ থানাধীন তারাবো হাজীপাড়া এলাকার ফিরোজ মিয়ার ছেলে অভি(২০),একই থানার যাত্রামূড়া এলাকার নিজামউদ্দিনের ছেলে মীর শাহিন (৩০) ও সুদূর রাজশাহী জেলার অনুপমপুর থানার চারসাটি গ্রামের আবুল হাসেম খসরুর ছেলে শাহিন রেজা(৪২)। এ সময় পুলিশ তাদের কাছ থেকে বেশ কয়েকটি চাইনীজ কুড়াল,রামদা ও ছেড়া উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে। ধৃতদের শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।